
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়েত উল্লাহ ও তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গত মঙ্গলবার রমনা থানায় দায়ের করেছে।
মামলায় এনায়েত উল্লাহর বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজি ও প্রভাব খাটিয়ে ১০৭ কোটি ৩২ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।
সিআইডি জানায়, এনায়েত উল্লাহ ও পরিবারের স্বার্থসংশ্লিষ্ট ১৯৯টি ব্যাংক হিসাব থেকে মোট দুই হাজার ১৩১ কোটি টাকা জমা রয়েছে, যার মধ্যে থেকে উত্তোলন করা হয়েছে দুই হাজার সাত কোটি টাকা। এর মধ্যে এনা ট্রান্সপোর্টের ৪৩টি হিসাবের ৯৩৪ কোটি টাকা, এনা ফুড অ্যান্ড বেভারেজের ৮টি হিসাবের ৪১০ কোটি টাকা এবং এনায়েত উল্লাহর ব্যক্তিগত ৭৪টি হিসাবের ৪৫৯ কোটি টাকা রয়েছে। এসব অর্থ থেকে ‘স্ট্রাকচারিং’ কৌশল ব্যবহার করে ১০৭ কোটি ৩২ লাখ টাকা পাচার করা হয়েছে।
আদালতের নির্দেশে ধানমন্ডির দুটি ফ্ল্যাট ও রূপগঞ্জের দুটি প্লট জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়া এনায়েত উল্লাহ ও সহযোগীদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, যেখানে স্থিতি রয়েছে প্রায় ১১০ কোটি টাকা।























