শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ নভেম্বর ২০২৫, ৮:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

হলমার্কের কারাবন্দি এমডি তানভীরের মৃত্যু


tanvir

মো. তানভীর মাহমুদ। ফাইল ছবি

ঋণ জালিয়াতির দায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। তার বিরুদ্ধে রমনা থানার মামলা নং-১৭(১০)১২ ধারা: জি আর নং- ১৭২/১২, A/P ১৮৫/৫/এ পশ্চিম কাফরুল।

তাকে অসুস্থ অবস্থায় আজ বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন।

তানভীর যে মামলায় কারাবন্দি ছিলেন, সেটি প্রায় এক যুগ আগের। অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই মামলা হয়।

মামলায় ২০২৪ সালের ১৯ জুন রায় দেয় আদালত। এতে তানভীর মাহমুদ এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।