
আমিরুল ইসলামের (ডানে) হ্যাটট্রিকে জুনিয়র হকি বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।
জুনিয়র হকি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করলেন বাংলাদেশের তরুণ পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আমিরুল ইসলাম। তার দুর্দান্ত নৈপুণ্যে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দিয়ে প্রথম পয়েন্ট পেয়েছে সিগফ্রায়েড আইকম্যানের দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা আমিরুল এ ম্যাচেও ছিলেন দারুণ ছন্দে। যদিও ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের জন্য কঠিন। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে লিড নেয় কোরিয়া—অষ্টম মিনিটে লি মিন হাইওকের এবং ১৩তম মিনিটে সন সিউংহানের গোল।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে লি মিনের আরেকটি গোল ব্যবধান বাড়িয়ে দেয়। তখন মনে হচ্ছিল বড় ব্যবধানে হার এড়ানোই কঠিন হবে। তবে আমিরুল-রাকিবুলরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়।
তৃতীয় কোয়ার্টার শুরু হতেই পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন আমিরুল। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটেই তার আরেকটি গোল ম্যাচে নতুন উত্তেজনা তৈরি করে। চাপ ধরে রেখে ৫৬তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত রক্ষণ সামলে নিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ।
আগামী পরশু গ্রুপের শেষ ম্যাচে দুইবারের রানার্সআপ ফ্রান্সের মুখোমুখি হবেন আমিরুলরা।






























