শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১ ডিসেম্বর ২০২৫, ১:২৫ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন: মির্জা ফখরুল


Mirza Fokhrul

সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতিতে চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং সবাই তাকে সুস্থ করে তুলতে নিরলসভাবে কাজ করছেন।

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশজুড়ে মানুষের মধ্যে গভীর প্রত্যাশা ও প্রার্থনা রয়েছে। তিনি এ ব্যাপারে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন চিকিৎসা-সংক্রান্ত সর্বশেষ তথ্য ও অগ্রগতি নিয়ে পৃথক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন বলেও জানান মহাসচিব।