রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল বুধবার। এদিন তার গায়ে হলুদ। কনে হনুফা আক্তার রিক্তার সঙ্গে ৩১ অক্টোবর হবে দৃষ্টিবিনিময়।
মঙ্গলবার মন্ত্রীর বিয়ে উপলক্ষে গঠিত কমিটির সদস্য সাইফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মুজিবুল হকের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। এদিন সকাল ১১টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। মন্ত্রীর পরিবারের সদস্য, ঘণিষ্ঠ আত্মীয় ও বিশেষ অতিথিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন।
৬৭ বছর বয়সে বিয়ের পিড়িতে বসছেন রেলমন্ত্রী মুজিবুল হক। ১৪ নভেম্বর জাতীয় সংসদ ভবন চত্বরের এলডি হলে আয়োজন করা হয়েছে তার বৌভাতের অনুষ্ঠান।
এরই মধ্যে বিলি করা হয়েছে বৌভাত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। মন্ত্রীর তিন ভাই মো. আবদুর রশিদ, মো. আব্দুল মতিন এবং এবিএম আবদুল লতিফের পক্ষ থেকে এই দাওয়াতপত্র দেওয়া হচ্ছে।























