শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৬ মার্চ ২০১৩, ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্ব বানিজ্য র‍্যাংকিংয়ে অষ্টম অবস্থানে কোরিয়া


অনলাইন প্রতিবেদক, ৬ মার্চ ২০১৩, সিউলঃ

বিশ্ব বানিজ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে গেলো বছরে মোট বানিজ্যের পরিমাণ বিবেচনায় দক্ষিণ কোরিয়া নবম থেকে অষ্টম অবস্থানে উঠে এসেছে। অর্থনৈতিক তথ্য মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানিয়েছে। ২০১২ সালে মোট ১.৬৮ ট্রিলিয়ন উওন (১.৫৪ বিলিয়ন ইউএস ডলার) বানিজ্যিক লেনদেন করে দক্ষিণ কোরিয়া ইতালিকে নবম স্থানে ঠেলে দিতে সক্ষম হয়।

২ ট্রিলিয়ন উওন বানিজ্যের মাইলফলক ছুঁতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে রপ্তানিকাজে আরও বেশী উদ্যোগী হতে হবে বলে মন্ত্রণালয়ের তরফে মন্তব্য করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় থেকে বলা হয়, “যদিও আমরা বিশ্ব বানিজ্যে অষ্টম অবস্থানে উঠে আসতে পেরেছি, তথাপি আন্তর্জাতিক বানিজ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উপস্থিতি এখনও পর্যন্ত যথেষ্ট আশাব্যঞ্জক না হওয়ায় বানিজ্যিক আয়তন বিচারে বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের মাঝে পার্থক্যটা দিনদিন বেড়েই যাচ্ছে”।

এদিকে যুক্তরাষ্ট্র এ বছরও র‍্যাংকিংয়ের প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তা চীনের দখলে চলে যেতে পারে।