শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৬ অগাস্ট ২০১৬, ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার

সিংহাসন ত্যাগ নিয়ে কথা বলবেন জাপান সম্রাট


emporer japanসিংহাসন ছাড়ছেন জাপানের সম্রাট— এ নিয়ে দেশটিতে জল্পনা-কল্পনা বেড়ে যাওয়ায়, সোমবার নিজের ভাবনার কথা জানাবেন ৮২ বছর বয়সী জাপানি সম্রাট আকিহিতো। গতকাল রাজকীয় ভবনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর নিক্কেই এশিয়ান রিভিউ।

সোমবার স্থানীয় সময়  বেলা ৩টায় দেশবাসীর কাছে একটি ভিডিও বার্তা পাঠাবেন সম্রাট। যেখানে সিংহাসনে থাকা না থাকা নিয়ে কথা বলবেন তিনি। সম্রাট আকিহিতো স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করছেন, গত মাসের মাঝামাঝি এমন একটি খবর ছড়িয়ে পড়ে জাপানে। প্রকাশিত ওই খবরে বলা হয়, বয়সের ভারে কাজ চালিয়ে যেতে অসুবিধা হওয়ার কথা উল্লেখ করে তিনি ৫৬ বছর বয়সী যুবরাজ নারুহিতোকে সিংহাসন হস্তান্তর করতে যাচ্ছেন। সম্রাটের বিরল এ বার্তা সম্প্রচারের পাশাপাশি রাজকীয় ভবনের ওয়েবসাইটেও পাওয়া যাবে বলে জানানো হয়েছে। বার্তাটির ইংরেজি অনুবাদও থাকবে।

ধারণা করা হচ্ছে, রাষ্ট্র পরিচালনা নিয়ে কোনো কথা বললেন না তিনি।

তবে রাজকীয় ভবন আইনের সংশোধন প্রয়োজন পড়বে বলে সরাসরি পদত্যাগের ঘোষণা নাও আসতে পারে।