শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ জুলাই ২০১৩, ১০:২২ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ার এসকে গ্রুপকে সোশ্যাল বিজনেসের ধারণা দিলেন ডঃ ইউনুস


অনলাইন প্রতিবেদক, ৩০ জুলাই, ২০১৩:

কোরিয়ার তৃতীয় বৃহত্তম কোম্পানী এসকে গ্রুপের কর্মকর্তাদের সোশ্যাল বিজনেস সম্পর্কে ধারণা দিলেন নোবেল বিজয়ী বাংলাদেশী ডঃ ইউনুস। গত শুক্রবার সিউলে এসকে’র শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী সোশ্যাল বিজনেস কর্মশালার সমাপনী দিনে ডঃ ইউনুস যোগ দেন। তিনি এসকে কিভাবে অন্যান্য দেশের মত কোরিয়াতে সোশ্যাল বিজনেসকে এগিয়ে নিতে পারে সে সম্পর্কে একটি আলোচনায় অংশ নেন।

medium

এসকে গ্রুপ ডঃ ইউনুসকে তাদের হ্যাপিনেস ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। হ্যাপিনেস ফাউন্ডেশন ইউনুস সেন্টারের সাথে যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করছে। এসকে গ্রুপ চেয়ারম্যান কিম চাং গুনের আমন্ত্রণে ডঃ ইউনুস কোরিয়া আসেন।

এই বছরের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এসকে গ্রুপের চেয়ারম্যান ডঃ ইউনুসের কাছে সোশ্যাল বিজনেসের উপর আগ্রহ প্রকাশ করেন এবং কোরিয়াতে আমন্ত্রণ জানান।