
ছবি : এএফপি
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২৬ জন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) আসরের নামাজ চলাকালীন হঠাৎ মাদ্রাসার ভবনটির একটি অংশ ধসে পড়ে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও জানান, আজ রবিবার (৫ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে ১০৪ জন জীবিত এবং ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এখনও ২৬ জন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিতও পৃথক এক বিবৃতিতে মৃতের সংখ্যা ৩৭ বলে নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিম্নমানের নির্মাণকাজের কারণেই ভবনটি ধসে পড়েছে। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাব্য সময়সীমা ৭২ ঘণ্টা পার হয়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য জমায়েত হচ্ছিলেন। ভবনটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।


























