
ভারতের প্রধান বিচারপতি বি. আর. গাভাই ।। ছবি: বিবিসি
ভারতের প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের দিকে এক আইনজীবী জুতা নিক্ষেপ করেছেন। ধর্মীয় মন্তব্যকে ঘিরে ক্ষুব্ধ হয়ে এ কাজ করেন আইনজীবী রাকেশ কিশোর। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) দিল্লিতে আদালতের কার্যক্রম চলাকালে।
আদালতে উপস্থিত তিন আইনজীবী বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের একজন বলেন, জুতাটি প্রধান বিচারপতি ও আরেক বিচারপতির গা ঘেঁষে গিয়ে তাদের পেছনে পড়ে।
ঘটনার সময় রাকেশ কিশোরকে বলতে শোনা যায়, সনাতন ধর্মের অবমাননা ভারত সহ্য করবে না। পরে নিরাপত্তা কর্মকর্তারা তাকে আদালত থেকে সরিয়ে নিয়ে যান এবং তার আইন পেশার অনুমোদন স্থগিত করা হয়।
তবে কোন মন্তব্যে আইনজীবী ক্ষুব্ধ হয়েছেন, তা স্পষ্ট নয়।
আদালতে উপস্থিত আইনজীবী রবি ঝা বিবিসিকে বলেন, তিনি জুতা ছোড়েন এবং হাত তুলে জানান যে তিনিই জুতা ছুড়েছেন।
তিনি আরও জানান, নিরাপত্তাকর্মীরা তাকে আটক করার পর প্রধান বিচারপতি অন্য আইনজীবীদের বলেন, যুক্তি উপস্থাপন চালিয়ে যেতে এবং মনোযোগ না হারাতে।
অন্য এক আইনজীবী আনাস তানভির জানান, ঘটনার সময় প্রধান বিচারপতি সম্পূর্ণ শান্ত ছিলেন।
ভারতের কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মাসে মধ্যপ্রদেশের এক মন্দিরে বিষ্ণু দেবতার সাত ফুট উঁচু একটি মূর্তি পুনর্নির্মাণের আবেদন খারিজ করার সময় প্রধান বিচারপতি গাভাই মন্তব্য করেছিলেন, এটি পুরোপুরি প্রচারমুখী মামলা… যান, দেবতার কাছে গিয়ে কিছু করতে বলুন।
এই মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয় এবং অনেকে তাকে হিন্দুধর্ম নিয়ে উপহাস করার অভিযোগ আনেন। পরে সমালোচনার প্রেক্ষিতে বিচারপতি গাভাই বলেন, তিনি সব ধর্মকেই সম্মান করেন।
ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কারও দিকে জুতা নিক্ষেপকে চরম অবমাননাকর কাজ হিসেবে ধরা হয়।




























