সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ১৫ ফেব্রুয়ারী ২০১৫, ১২:০০ অপরাহ্ন
শেয়ার

গাড়ি আনছে অ্যাপল


appel-carআইফোন, আইওয়াচ, আইপ্যাড, ম্যাকবুকের পর এবার বাজারে গাড়ি আনতে যাচ্ছে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল।

শুক্রবার ওয়ালস্ট্রিট জার্নালের এক খবরে জানানো হয়েছে, একটি গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে অ্যাপেল। যা দেখতে অনেকটা ছোটখাটো ভ্যানের মতো।

তবে গাড়িটির নাম ও দাম সম্পর্কে এখনই কিছু জানায়নি কোম্পানিটি।

এর আগে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি ‘কার প্লে’ নামক একটি সফটওয়্যার আনে। যেখানে গাড়ির চালক অ্যাপেল ‘কার প্লে’ সফটওয়্যারের মাধ্যমে তাদের আইফোনে হাত না দিয়েও ফোন কল, ভয়েস কল, মেসেজিংয়ের মতো কাজগুলো সম্পন্ন করতে পারতেন।

নিউজ পাওয়া যায়নি