মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২ এপ্রিল ২০১৩, ২:৫৩ অপরাহ্ন
শেয়ার

সাইয়ের নতুন গান “জেন্টলম্যান”


অনলাইন প্রতিবেদক, ২ এপ্রিল, ২০১৩:

দক্ষিণ কোরিয়ার র‍্যাপ-পপ সেনসেশন সাইয়ের দুনিয়া কাঁপানো গান “খাংনাম স্টাইল” এর দ্বিতীয় সংস্করণ হিসেবে আসছে “জেন্টলম্যান”। সোমবার

সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে সাই জানান, এই নতুন গানেও থাকছে বিশেষ এক ধরনের নাচ যা কোরিয়ানদের কাছে পরিচিত হলেও তাঁর ভিনদেশী ভক্তদের আবারও নতুন কিছুর স্বাদ দেবে।

সাই আশা করছেন ১৩ এপ্রিল “হ্যাপেনিং” শিরোনামে সিউলে তাঁর বিগ কনসার্টের একদিন আগে (১২ এপ্রিল) নতুন গানটি মুক্তি দেয়া সম্ভব হবে। এর পরপরই “জেন্টলম্যান” এর বিশ্বব্যাপী প্রচারনায় বেড়িয়ে পড়বেন তিনি, চলবে জুন পর্যন্ত। কনসার্ট হবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে।

নিউজ পাওয়া যায়নি