
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বলেছেন, কোরিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী পাঠাতে সরকার নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি, প্রবাসীদের কল্যাণ ও কনসুলার সেবা নিশ্চিত করতেও সিউলস্থ বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) বুসান ও গিয়ংনাম অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রদূত। গিয়ংনামের গিমহে শহরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মেয়র অফিসের এক প্রতিনিধি রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ সরকার কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে কাজ করছে। এতে কেবল কর্মসংস্থানের সুযোগই নয়, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি হবে।”
সভায় প্রবাসী কমিউনিটি নেতা, ইপিএস কর্মী, ই-৭ ভিসাধারী কর্মী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। রাষ্ট্রদূত মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং প্রবাসীদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের গৃহীত উদ্যোগগুলোর কথাও উল্লেখ করেন।
রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “যে কোনো সমস্যায় পড়লে দয়া করে দ্বিধা না করে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, কোরিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা ও উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. নাজমুল হক উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে রাষ্ট্রদূত স্থানীয় প্রবাসীদের উদ্যোগে পরিচালিত একটি মসজিদ পরিদর্শন করেন এবং প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





























