শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩০ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ


ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ

 

 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রিগান বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ এবং একটি ইউ.এস. আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতের দিকে মাঝ আকাশে সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিকপ্টার পটোম্যাক নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “আমরা জানি বেশ কয়েকজন নিহত হয়েছেন।” তবে ঠিক কতজন নিহত হয়েছে, তা তিনি বলেননি।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বুধবার রাতে জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক উড়োজাহাজের সাথে রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে।

পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল। এফএএ-এর তথ্য অনুসারে, ফ্লাইটটি কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, উড়োজাহাজটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

পুলিশ বলেছে, দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার রাতে জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনা নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে।