শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১০ এপ্রিল ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শেয়ার

শুল্ক নিয়ে আলোচনা করতে মরিয়া দেশগুলো ‘আমার পা*য় চুমু দিচ্ছে’


শুল্ক নিয়ে আলোচনা করতে মরিয়া দেশগুলো ‘আমার পা*য় চুমু দিচ্ছে’

‘যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপের পর বহু দেশই আমার পা*য় চুমু দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপের কারণে বহু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

গতকাল বুধবার ওয়াশিংটনে রিপাবলিকানদের জন্য ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির আয়োজিত নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “এ দেশগুলো আমাদের ডাকছে। আমার পা*য় চুমু দিচ্ছে। তারা একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে। তারা আমাদের বলছে, ‘দয়া করে, প্লিজ স্যার, একটা চুক্তি করুন। আমি সবকিছু করব স্যার’।”

২ এপ্রিল চীনসহ একাধিক দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এরপরেই ধস নেমেছে বিশ্বের শেয়ার বাজারে। ট্রাম্প অবশ্য দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মুক্তি দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।

আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, “আমি জানি, আমি কী করতে চাই। আমি এও জানি, আমি কী করছি। আপনারাও জানেন আমি কী করে চলেছি। আর সেজন্যই আপনারা আমাকে ভোট দিয়ে নিয়ে এসেছেন।”

তিনি আরও বলেন, “যদিও কিছু বিদ্রোহী রিপাবলিকান যুক্তি দেন যে কংগ্রেসকে একটি চুক্তি করার অনুমতি দিতে হবে। যদি তা-ই হত, তাহলে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হত না। আমি কিছু বিদ্রোহী রিপাবলিকানদের দেখতে পাব, যারা নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। তারা বলবে, কংগ্রেসের আলোচনার দায়িত্ব নেওয়া উচিত। আমি আপনাকে বলতে চাই, আমি যেভাবে আলোচনা করি, আপনি সেভাবে আলোচনা করেন না।”

মঙ্গলবার রাতের বক্তব্যে ট্রাম্প ওষুধ আমদানির ওপরেও অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন।

তিনি বলেন, “আমরা আমাদের ওষুধের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছি এবং একবার আমরা তা করলে তারা দ্রুত আমাদের দেশে ফিরে আসবে, কারণ আমরাই বড় বাজার।”

তিনি আরও বলেন, “ওষুধের উপর শুল্ক আরোপ করা হবে কারণ আমরা আমাদের নিজস্ব ফার্মায় এসব ওষুধ তৈরি করি না, এগুলো অন্য দেশে তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে একই প্যাকেটের দাম ১০ মার্কিন ডলার বা তার বেশি। আমরা ওষুধ উপর এমনভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছি যে কোম্পানিগুলো খুব দ্রুতই আমাদের কাছে ছুটে আসবে।’

এর সুবিধার বিষয়ে তিনি বলেন, “আমাদের সুবিধা হল, আমরা খুব বড় বাজার। খুব শীঘ্রই ওষুধের উপর একটি বড় শুল্ক ঘোষণা করব এবং কোম্পানিগুলো এটি শুনে চীন ও অন্যান্য দেশ ছেড়ে চলে যাবে। কারণ তাদের বেশিরভাগ পণ্য এখানে বিক্রি হয় এবং তারা এখানে তাদের কারখানা খুলবে।”