রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৩০ জুন ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

আগস্টে ডাকসু নির্বাচন, খসড়া তফসিল প্রস্তুত


DUCSUদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। জুলাইয়ের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা এবং ৩৬ কার্যদিবসের মধ্যে নির্বাচন ও ফলাফল প্রকাশের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে, আগস্টের মধ্যেই ডাকসু নির্বাচন আয়োজনে পুরোপুরি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো চাপ বা চ্যালেঞ্জ নেই বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতোমধ্যে ‘ডাকসু নির্বাচন ২০২৫’-এর একটি খসড়া তফসিল তৈরি করা হয়েছে। এই তফসিল অনুযায়ী ১৫টি ধাপে সম্পন্ন হবে পুরো নির্বাচনপ্রক্রিয়া। এর মধ্যে রয়েছে নির্বাচনি আচরণবিধি প্রকাশ, ভোটার তালিকা হালনাগাদ, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই, আপিল ও শুনানি, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এবং ১২ দিনব্যাপী প্রচার। নির্বাচনের দিন ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ প্রক্রিয়া।

২০১৯ সালের বিতর্কিত ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা মাথায় রেখে এবারের নির্বাচনে ভোটকেন্দ্র হলে না রেখে একাডেমিক ভবন বা খোলা মাঠে নেওয়ার চিন্তা করছে প্রশাসন। আগের নির্বাচনে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছিল, যা কেন্দ্রস্থল পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছে।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ছাত্রসংগঠন। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গঠনতান্ত্রিক সংস্কারভিত্তিক নির্বাচন দাবি করছে। অন্যদিকে ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলনও পৃথকভাবে বা ঐক্যজোটে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ‘ইউনিটি ইন ডাইভার্সিটি’ স্লোগান নিয়ে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদও স্বতন্ত্র প্যানেল গঠনে কাজ করছে।

ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক জানান, “জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম, জোট নিয়ে আলোচনা চলছে।” বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সামি আব্দুল্লাহ বলেন, “গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্র করে শিক্ষার্থীদের স্বার্থে জোট গড়ার চেষ্টা করছি।”

তবে সাম্প্রতিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা নিয়েও উদ্বেগ রয়েছে। ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “গঠনতন্ত্র সংস্কার ও নিরাপত্তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” ইসলামী ছাত্র আন্দোলনের সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে হলে হলের বাইরে ভোটকেন্দ্র প্রয়োজন।”

আগস্টের ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে ছাত্ররাজনীতির উত্তাপ ফিরেছে। প্রশাসনের প্রস্তুতি ও ছাত্রসংগঠনগুলোর তৎপরতায় ক্যাম্পাসজুড়ে আবারও গণতন্ত্রচর্চার আবহ ফিরে এসেছে।