রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩ জুলাই ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শেয়ার

ভাড়াটে খুনি দিয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ৪


cumilla-newsকুমিল্লার বুড়িচং উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ লাখ টাকার চুক্তিতে ফেরদৌসী বেগম (৫৩) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নিহতের ভাবিও রয়েছেন। হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছিল একটি সেপটিক ট্যাংকে।

বুধবার (২ জুলাই) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নুরজাহান বেগম (৫০), একই গ্রামের আনোয়ার হোসেন (৩০), রুবেল আহমেদ মিন্টু (৩১) এবং মাইনুদ্দিন জিল্লু (২৭)।

ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ফেরদৌসীর সঙ্গে তাঁর জা নুরজাহানের। বিরোধ নিষ্পত্তি না হওয়ায় ফেরদৌসীকে হত্যার পরিকল্পনা করেন নুরজাহান। পরে ২ লাখ টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ড ঘটে।’

পুলিশ জানায়, হত্যার পরিকল্পনায় প্রধান ভূমিকা রাখেন নুরজাহান বেগম। তিনি স্থানীয় আনোয়ার হোসেনকে টাকা দিয়ে হত্যার দায়িত্ব দেন। পরে এই হত্যাকাণ্ডে জড়িত হয় রুবেল ও মাইনুদ্দিন নামে আরও দুইজন।

গত শুক্রবার (২৭ জুন) সকালে ফেরদৌসী বেগমকে বাড়ির পাশে একটি নির্জন বাগানে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ একটি সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। ফেরদৌসী নিখোঁজ হওয়ার পর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। বিষয়টি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা দক্ষিণগ্রামের একটি নির্জন বাগানে সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ফেরদৌসীর ছেলে ইকরামুল হাসান বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে নিহতের জা নুরজাহানকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ‘আসামিদের কাছ থেকে নিহতের স্বর্ণের গহনা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে চার আসামিকে আদালতে পাঠানো হলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। আদালত তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

ফেরদৌসী বেগমের স্বামী শামসুল হক আলম একজন সৌদি প্রবাসী। হত্যাকাণ্ডের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।