
দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৩০ জুলাই) মাউশির বাজেট শাখার সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা চিঠির ভিত্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী— জাতীয় বেতনস্কেলের গ্রেড-৯ বা তার ঊর্ধ্ব গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতি বছর ১ জুলাই মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।
অন্যদিকে, গ্রেড-১০ কিংবা তার নিচের গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা ওই তারিখ থেকে প্রতি বছর মূল বেতনের ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তবে এই পরিমাণ ন্যূনতম ১,৫০০ টাকা হবে।
এই সুবিধা এমপিওভুক্ত— বেসরকারি স্কুল ও কলেজ, বেসরকারি মাদরাসা এবং বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রযোজ্য।
মাউশি জানিয়েছে, অর্থ বিভাগের নির্ধারিত নিয়ম মেনে ২০২৫ সালের ১ জুলাই থেকে এই ‘বিশেষ সুবিধা’ কার্যকর হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের যথাযথ প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এটি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাখাতে এটি একটি বড় আর্থিক স্বীকৃতি বলেও মত বিশ্লেষকদের।



























