শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৭ অগাস্ট ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

চীনে চিকিৎসা গ্রহণে আগ্রহীদের জন্য ঢাকায় প্রদর্শনী


চীনে চিকিৎসা গ্রহণে আগ্রহীদের জন্য ঢাকায় প্রদর্শনী

চীনের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আগ্রহি বাংলাদেশি রোগীদের জন্য ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ-চীন স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’। এতে মিলবে সরাসরি চীনা হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ।

৮ আগস্ট (শুক্রবার) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী’। এর মূল আয়োজক প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশ। সঙ্গে সহযোগিতা করছে অন্য তিনটি সংগঠন- চায়নিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, চায়না-বাংলাদেশ পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমরা নারী।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, হোটেল সারিনায় সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যা সবার জন্য উন্মুক্ত।

প্রদর্শনীতে রোগীরা চায়না চিকিৎসা সম্পর্কে ও চীনা চিকিৎসক দেখানোর বিষয়ে যাবতীয় সহযোগিতা পাবেন। যেখানে উপস্থিত থাকবেন চীনের ১২টি হাসপাতালের প্রতিনিধি, বাংলাদেশের চিকিৎসা বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে রোগীরা পাবেন অন-সাইট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, সরাসরি চায়নার হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণপত্র, অন-স্পট ভিসা সহায়তা, ভিসা প্রসেস, আমন্ত্রণপত্র প্রদান ও চায়না যাত্রার সহযোগিতা। এছাড়া বিমানবন্দর, পিকআপ থেকে শুরু করে ফ্রি অনুবাদসেবাসহ যাবতীয় সহায়তা থাকবে রোগীদের জন্য।