শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১২ অগাস্ট ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন
শেয়ার

ইউআইইউ’তে ‘স্কিনো বিজনেস ইন্টেলিজেন্স’ কেস প্রতিযোগিতা শুরু


SkinO Business Excellence

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ‘স্কিনো বিজনেস ইন্টেলিজেন্স কেস প্রতিযোগিতা’। এই প্রতিযোগিতার লক্ষ্য শিক্ষার্থীদের বিউটি ও স্কিন কেয়ার শিল্প সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা বাড়ানো।

দ্য বিউটি সায়েন্স ও ইউআইইউ এইচআর ফোরাম যৌথভাবে এর আয়োজন করছে। আয়োজকরা জানিয়েছেন, স্কিনো বিজনেস ইন্টেলিজেন্স কেস প্রতিযোগিতা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, দলগত কাজ এবং কৌশলগত বিশ্লেষণ দক্ষতা বাড়াবে। যা দ্রুত বিকাশমান বিউটি ও স্কিন কেয়ার শিল্পে তাদের ক্যারিয়ার তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

গত ১১ আগস্ট থেকে প্রতিযোগীতায় অংশগ্রহণের রেজিস্ট্রেশান শুরু হয়েছে। যা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। প্রতি দলে ২ থেকে ৩ জন সদস্য থাকতে পারবে।

চারটি ধাপে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

প্রথম ধাপ: ‘বিউটি ব্রেইনস্টর্ম’—অনলাইন প্রশ্নোত্তর প্রতিযোগিতা, যেখানে শিল্পসংক্রান্ত জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা হবে।

দ্বিতীয় ধাপ: ‘কেস অ্যান্ড কাঠামো মাস্টারক্লাস’—প্রথম ধাপ থেকে নির্বাচিত সেরা ৫০ দলকে নিয়ে বিশেষ কর্মশালা, যেখানে কেস সমাধানের কৌশল শেখানো হবে।

তৃতীয় ধাপ: সেমিফাইনাল ‘গ্লো-আপ গেটওয়ে’— নির্দিষ্ট সময়ে সরাসরি একটি কেস সমাধান।

চূড়ান্ত ধাপ: ‘দ্য আলটিমেট মেকওভার’—সেরা ১০ দল শিল্প বিশেষজ্ঞদের প্যানেলের সামনে তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ ব্যবসায়িক সমাধান উপস্থাপন করবে।

প্রতিযোগীতার চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা পুরস্কার। প্রথম রানার আপ দল ১৫ হাজার এবং দ্বিতীয় রানার আপ দল পাবে ১০ হাজার টাকা পুরস্কার। এছাড়া থাকবে ট্রফি এবং সনদপত্র।

শুধুমাত্র ইউআইইউ শিক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই আয়োজনের মিডিয়া পার্টনার বাংলা টেলিগ্রাফ, দৈনিক বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও যমুনা টেলিভিশন।