
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ সেশনের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি, যিনি গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন, এবার ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে লড়ছেন।
তার সম্মানে এ পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা সংগঠন) মোট ছয়টি প্যানেল।
অন্য চারটি প্যানেল হলো- বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, তিন বাম ছাত্রসংগঠনের প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ ও ইসলামী ছাত্র আন্দোলন।
বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “তন্বির সম্মানে আমরা এ পদে কাউকে রাখিনি। ছাত্রদলের পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন দিচ্ছি।”
একইভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, “তন্বি আমাদের জুলাইয়ের বিক্ষোভের উৎস, প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে এ পদ শূন্য রাখা হয়েছে।”
গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়ে তন্বি জানান, “গবেষণায় শিক্ষার্থীদের জন্য ফান্ডিং নিশ্চিত করা, বিভিন্ন জার্নালের অ্যাক্সেস দেওয়া, কর্পোরেট বা অ্যালামনাইদের সহযোগিতায় গবেষণা ফান্ডিং আনা, ভালো গবেষণার স্বীকৃতি দেওয়া এবং সেমিনার-সভার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করাই আমার লক্ষ্য। সার্বিকভাবে ঢাবির গবেষণাকে বিশ্বমানে উন্নীত করতে চাই।”



























