শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২১ অগাস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শেয়ার

আজ প্রকাশিত হবে ডাকসুর প্রার্থী তালিকা


বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ডাকসু নির্বাচনকে ঘিরে সরগরম। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টায় প্রকাশিত হবে ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা। সূত্র জানায়, কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন প্রার্থী। এছাড়া হল সংসদের ১৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করতে আবেদন করেছেন ১ হাজার ১০৯ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ধরা হয়েছে ২৫ আগস্ট।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারলেও শেষ পর্যন্ত কেবল একটি পদে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন। বাকি সব মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সব মনোনয়ন বাতিল হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট। ভোট অনুষ্ঠিত হওয়ার দিন এবং তার আগের ও পরের দিন মিলিয়ে তিন দিন সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।