শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২২ অগাস্ট ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু


Dhaka-Central-University
সরকারি সাত কলেজকে একত্র করে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর সাতটি কলেজ ক্যাম্পাসেই একযোগে এই পরীক্ষা নেয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ভর্তি পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি নিজে ঢাকা কলেজ কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষা পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, “আজকের পরীক্ষার মতোই ইউজিসির সদস্যরাও পরিদর্শনে ছিলেন। আগামীকালও দুই বেলা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”