রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৭ অগাস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শেয়ার

রাকসুর মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো


রাকসুর মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো

বাড়ানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা। গতকাল শেষ দিন হলেও তা বর্ধিত করে ৩১ আগস্ট পর্যন্ত এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে রাকসু নির্বাচন কমিশনের এক সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

জানা গেছে, নির্বাচনের তারিখও পরিবর্তন করা হতে পারে ।

অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন,  ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপন করা, ভোটার লিস্টে ছবি সংযুক্ত করা এবং মনোনয়নপত্র বিতরণের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনের তারিখও পরিবর্তন করা হতে পারে। তবে, এ বিষয়ে পরে জানানো হবে।’

সময়সীমা পরিবর্তনের কারণ বিষয়ে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন হওয়া একটা কারণ। এ ছাড়া ভোটকেন্দ্র পরিবর্তন এবং ডোপ টেস্ট করাটাও সময় বাড়ানোর কারণগুলোর অন্যতম।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান, অধ্যাপক নিজাম উদ্দিন, অধ্যাপক পারভেজ আজহারুল হক, অধ্যাপক আমিনুল হক ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান উপস্থিত ছিলেন।

এদিকে, নির্বাচন নিয়ে কালক্ষেপণের প্রতিবাদে একযোগে বিক্ষোভ করছেন ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্রপক্ষসহ, সাবেক সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থীসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। তাদের দাবি ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠনের তাঁবেদারি না করে নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, এর আগেও দুই দফায় রাকসু নির্বাচনের তফসিল পুনর্বিন্যস্ত করা হয়েছিল।