
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘স্কিনো বিজনেস ইন্টেলিজেন্স কেস প্রতিযোগিতা’ সফলভাবে শষ হয়েছে। বোরবার (৩১ আগস্ট) ইউআইইউ ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। যেখানে নয়টি দল অংশ নেয়। বিচারকদের সামনে তারা তাদের বিজনেস প্রপোজাল উপস্থাপন করে।
চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন ইউআইইউ’র স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস-এর পরিচালক প্রফেসর ড. সালমা করিম, ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ইলয়াস মির্জা মোহাম্মদ, আবুল খায়ের স্টিলের ন্যাশনাল ট্রেড মার্কেটিং ম্যানেজার আরিফুর রহমান এবং কথাসাহিত্যিক, সাংবাদিক ও বাংলা টেলিগ্রাফের সম্পাদক পলাশ মাহবুব।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারদিকে লিমিটেড-এর কো-ফাউন্ডার ও সিএফও আল জাবের ফয়সাল এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ শরীফ নাসিম। স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ’র পরিচালক নাহিদ হাসান খান।

প্রথমবারের মতো আয়োজিত স্কিনো বিজনেস এক্সিলেন্স কেস কম্পিটশিনে চ্যাম্পিয়ন হয়েছে টিম উইদাউট আ নেম, প্রথম রানার-আপ দূরবীন এবং দ্বিতীয় রানার-আপ হয় ক্যাট-এ-লিস্ট।
দ্য বিউটি সায়েন্স ও ইউআইইউ এইচআর ফোরামের যৌথ আয়োজনে স্কিনো বিজনেস এক্সিলেন্স কেস কম্পিটশিন চারটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপ ছিল ‘বিউটি ব্রেইনস্টর্ম’—অনলাইন প্রশ্নোত্তর প্রতিযোগিতা, যেখানে শিল্পসংক্রান্ত জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা হয়। দ্বিতীয় ধাপে ‘কেস অ্যান্ড কাঠামো মাস্টারক্লাস’— যেখানে প্রথম ধাপ থেকে নির্বাচিত সেরা ৫০ দলকে নিয়ে বিশেষ কর্মশালা, যেখানে কেস সমাধানের কৌশল শেখানো হয়। তৃতীয় ধাপ ছিল সেমিফাইনাল ‘গ্লো-আপ গেটওয়ে’— নির্দিষ্ট সময়ে সরাসরি একটি কেস সমাধান প্রতিযোগীতা। সেখান থেকে চতুর্থ এবং চূড়ান্ত ধাপে সেরা নয়টি দল ‘দ্য আলটিমেট মেকওভার’ পর্বে শিল্প বিশেষজ্ঞ বিচারক প্যানেলের সামনে তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ ব্যবসায়িক সমাধান উপস্থাপন করে।
প্রতিযোগীতায় মোট ১৫৯টি দল অংশ নেয়।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, দলগত কাজ এবং কৌশলগত বিশ্লেষণ দক্ষতা বাড়াতে এবং দ্রুত বিকাশমান বিউটি ও স্কিন কেয়ার শিল্পে তাদের ক্যারিয়ার তৈরিতে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে।
এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক বণিক বার্তা, ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টেলিভিশন ও বাংলা টেলিগ্রাফ।



























