শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শেয়ার

ডাকসু নির্বাচনের ভোট গণনা দেখানো হবে এলইডি স্ক্রিনে


DUCSU 2

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন।

ডাকসু ভোটের প্রধান রিটার্নিং কর্মকর্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানানো হয়।

গতকাল ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

অন্য একটি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটাররা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।