রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
শেয়ার

সন্তান জন্মে উৎসাহ দিতে ভর্তুকি দিচ্ছে চীন


China child

সন্তান জন্মে উৎসাহ দিতে ভর্তুকি দিচ্ছে চীন সরকার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবারকে সহায়তা প্রদান ও শিশু জন্মে উৎসাহ দেওয়া।

চীন গত জুলাই মাসে এই জাতীয় ভাতা কর্মসূচি ঘোষণা করে, যা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আওতায় প্রতি বছর ২ কোটিরও বেশি পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

এই কর্মসূচির আওতায়, তিন বছরের নিচের প্রতিটি শিশুর জন্য প্রতি বছর ৩,৬০০ ইউয়ান পরিবারকে দেওয়া হবে।
চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে এই ভাতার জন্য ৯০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়া হবে।