
দিনভর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন। তবে ফল ঘোষণার অনুষ্ঠান ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল গড়াতেই ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন জামায়াত-শিবির ও বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যার পর থেকে নীলক্ষেত, শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম রাতে জানান, ফলাফলকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “সন্ধ্যার পর থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি।”
এদিকে সন্ধ্যার পর থেকে ছাত্রদলের খণ্ড খণ্ড মিছিল ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। তাদের মিছিল থেকে জামায়াত-শিবিরকে লক্ষ্য করে নানা স্লোগান দেওয়া হয়।



























