শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

শিবির সমর্থিত প্রার্থীদের দাপুটে জয়

ডাকসু নির্বাচন: ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ


Sadik-Farhad

সাদিক কায়েম ও এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে বিপুল ভোটে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম। একইভাবে জিএস পদেও বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত এস এম ফরহাদ।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারারাত ধরে ভোটগণনা চলে। বিভিন্ন হল থেকে ফলাফল আসতে শুরু করে রাতেই। আনুষ্ঠানিকভাবে বুধবার সকাল সোয়া ৮টায় ঢাবির উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান সিনেট ভবনে ফল ঘোষণা করেন।

ফল অনুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ পান ১০ হাজার ৭৯৪ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট।

DUCSU-Shibir

অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীদের জয়লাভ চোখে পড়ার মতো।

তবে নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলে ফল বর্জনের ঘোষণা দেন। উমামা ফাতেমা এই নির্বাচনে পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট, আর বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট।

অন্যদিকে, উপাচার্য নিয়াজ আহমেদ খান অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এই নির্বাচন কোনো কারচুপির নয়, বরং একটি মডেল নির্বাচন।”