
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এক সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে তারা।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করেছিল, নির্বাচনে জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে নেয়া ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে এবং তার মাধ্যমে কারচুপির পাঁয়তারা চলছে।
জাকসুর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল হয়েছে।



























