শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

জাকসু নির্বাচন: সিনেট হলে আনা হচ্ছে ব্যালট বাক্স, সেখানেই গণনা ও ফল ঘোষণা


JUCSU
প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল থেকে ব্যালট বাক্সগুলো এখন সিনেট হলে নেওয়া হচ্ছে। সেখানেই গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “২১টি হলের ব্যালট বাক্স সিনেট হলে আনা হচ্ছে। এখানেই ভোটগণনা শুরু হবে এবং তা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে। সিনেট হলেই চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।”

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি হলে ভোটগ্রহণ চলে। তবে বিকেলের পরও ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।