দীর্ঘ ২০ ঘণ্টা পর অবশেষে শেষ হয়েছে জাকসুর হল সংসদের ভোট গণনা। শিগগিরই হল সংসদের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ২১টি হলের ভোট গণনা শেষ হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান।
তিনি বলেন, “ম্যানুয়ালি ভোট গণনা করায় সময় বেশি লেগেছে। তবে হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করতে পারবো।”
তবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনাও ম্যানুয়ালি হবে কি না—সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার।
এর আগে ম্যানুয়ালি ভোট গণনার প্রতিবাদ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার। এছাড়া ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরাও দ্রুত ফল ঘোষণার দাবি জানান।
স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু সন্ধ্যা ৭টার মধ্যে কেন্দ্রীয় সংসদের ফল প্রকাশের আলটিমেটাম দিয়েছেন।



























