শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১২ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৯ অপরাহ্ন
শেয়ার

জাকসু নির্বাচন

কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু, রাতেই ফল ঘোষণার আশ্বাস নির্বাচন কমিশনের


JUCSU
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে শুক্রবার বিকেলে। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে।”

এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে নানা অসঙ্গতির অভিযোগ তুলে ছাত্রদল মনোনীত প্যানেলসহ চারটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন। এবার ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।