
ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি ব্যাগের হাতল ও দেহে বিশেষ কায়দায় ইয়াবা বহনের সময় মা-মেয়েকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন, মোছা. রোজিনা (৪০) ও তাঁর মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাঁদের আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে মোট ৭ হাজার ৫৮০টি ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এপিবিএন জানায়, রোজিনা ও ফাহমিদা কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের বিএস-১৪৬ ফ্লাইটে ঢাকায় আসেন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।
তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে লুকানো ছিল ৫ হাজার ৮০০টি ইয়াবা। এছাড়া নারী পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে রোজিনার পরিহিত সালোয়ার থেকে আরও ১ হাজার ৭৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালান সাম্প্রতিক সময়ে বেড়েছে। তবে আমরা বরাবরের মতোই এসব অপরাধ দমনে সতর্ক ও তৎপর আছি।


























