শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
শেয়ার

১২ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ, মাদরাসায় দুদিন


Ministry of Education

দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় দুই সপ্তাহের জন্য ছুটিতে যাচ্ছে। রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে পূজার ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু হলেও তার আগের শুক্রবার ও শনিবার (২৬-২৭ সেপ্টেম্বর) সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবারই ছিল সবশেষ ক্লাস ও পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে জানা গেছে, এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ দিনের ছুটি থাকবে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ছুটি শেষে ৭ অক্টোবর আবারও শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে ছুটি থাকবে আরও দীর্ঘ। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত আনুষ্ঠানিক ছুটি মিলিয়ে, আগের সাপ্তাহিক বন্ধসহ মোট ১২ দিনের অবকাশ ভোগ করবে শিক্ষার্থীরা। এসব প্রতিষ্ঠানে ক্লাস পুনরায় শুরু হবে ৮ অক্টোবর।

অন্যদিকে, আলিয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি সীমিত রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি থাকবে ১ ও ২ অক্টোবর। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে শিক্ষার্থীরা মোট চার দিনের বিরতি পাবে। এরপর ৫ অক্টোবর থেকে স্বাভাবিকভাবে পাঠদান শুরু হবে।