শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
শেয়ার

১৯ অক্টোবরের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল


HSC exam

ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৯ অক্টোবরের মধ্যে। ইতোমধ্যে খাতা মূল্যায়ন কাজ শেষের পথে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

গত ১৯ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে হিসাবে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

প্রথম ঘোষিত রুটিন অনুযায়ী ২৬ জুন শুরু হয়ে ১৩ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “ফল প্রকাশের তারিখ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। খাতা মূল্যায়নে কিছুটা দেরি হচ্ছে, তবে চেষ্টা করা হচ্ছে স্বল্পতম সময়ে ফল প্রকাশ করতে।”

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখের বেশি পরীক্ষার্থী।