শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৪ অক্টোবর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার

দুই স্বর্ণপদক জিতে বাংলাদেশের নাবিয়ুনের রেকর্ড


Nabiyun Islam

বাংলাদেশের স্পিড স্কেটার নাবিয়ুন ইসলাম

দীর্ঘ বিরতির পর বিদেশের মাটিতে ফিরেই ইতিহাস গড়লেন বাংলাদেশের স্পিড স্কেটার নাবিয়ুন ইসলাম। সাত বছর পর আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়ে তিনি তুলে নিলেন জোড়া স্বর্ণপদক।

চীনের সিনচিয়াং উইগুর অঞ্চলের কারামাই শহরে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড চায়না–আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে আলোচনায় আসে বাংলাদেশ দল। বগুড়ার এই তরুণ স্কেটার জুনিয়র–এ বিভাগে প্রথম দিনে ৫০০ মিটার স্পিড রেসে এবং দ্বিতীয় দিনে ১০০০ মিটার স্প্রিন্ট রেসে স্বর্ণ জিতে নেন।

১৭টি দেশের তিন শতাধিক স্কেটারের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় একসঙ্গে দুটি স্বর্ণ জেতা কোনো বাংলাদেশি স্কেটারের জন্য এই প্রথম। নাবিয়ুনের নেতৃত্বে বাংলাদেশের স্কেটাররা মোট চারটি পদক জিতে এবারের আসরে নতুন অধ্যায় যোগ করেছে দেশের রোলার স্পোর্টসে।

সূত্র: সিএমজি