শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৯ অগাস্ট ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ন
শেয়ার

ব্যালন ডি’অর ২০২৫: তালিকায় শীর্ষে থাকা ১০ ফুটবলার



ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর এর ২০২৫ এখন চূড়ান্ত পর্যায়ে। মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর শেষ মুহূর্তে গোল্ডেন বল জয়ের দৌড়ে এগিয়ে আছেন ফ্রান্স তারকা উসমান দেম্বেলে এবং স্পেনের কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল।

দেম্বেলে তার অসাধারণ গতি, ড্রিবলিং ও গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল তৈরির ক্ষমতা দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে আলাদা ছাপ ফেলেছেন। অন্যদিকে মাত্র কিশোর বয়সেই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে রেকর্ড গড়া পারফরম্যান্সে নজর কেড়েছেন ইয়ামাল।

২০২৪ সালে ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ব্যালন ডি’অর জেতেন স্পেন ও ম্যানচেস্টার সিটির তারকা রোদ্রি। তবে ২০২৫ সালে তিনি নিজের শিরোপা রক্ষা করার সুযোগ পাচ্ছেন না। গত সেপ্টেম্বরে গুরুতর হাঁটুর চোটে মৌসুম শেষ হয়ে গেছে তার।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঘোষিত ব্যালন ডি’অর মনোনয়নের পর, কে জিততে পারেন এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার, তা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এখানে ব্যালন ডি’অর ২০২৫ এর রেসে শীর্ষে থাকা ১০ ফুটবলার তালিকা দেওয়া হলো।

১০. নুনো মেন্ডেস (প্যারিস সেন্ট-জার্মেইন)

২০২৪-২৫ মৌসুম: ৭ গোল, ১২ অ্যাসিস্ট, ১৮ ক্লিন শিট। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ১, কুপ দে ফ্রান্স, ট্রফি দে চ্যাম্পিয়ন্স ও উয়েফা নেশনস লিগ।
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রেখেছেন এই পর্তুগিজ ডিফেন্ডার। লিভারপুলের বিপক্ষে মোহামেদ সালাহকে নিষ্ক্রিয় করে দেন, অ্যাস্টন ভিলার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুই লেগেই গোল করেন। নেশনস লিগ ফাইনালে লামিনে ইয়ামালের বিপক্ষে আধিপত্য বিস্তার করে এক গোল ও এক অ্যাসিস্ট করেন।

৯. খভিচা কভারাতসখেলিয়া (প্যারিস সেন্ট-জার্মেইন)

২২০২৪-২৫ মৌসুম: ১৫ গোল, ১৩ অ্যাসিস্ট। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ১, সেরি আ ও কুপ দে ফ্রান্স।
পিএসজি ও নাপোলির হয়ে দুটি লিগ শিরোপা জিতেছেন। অ্যাস্টন ভিলার বিপক্ষে দুর্দান্ত এক গোল ছিল মৌসুমের অন্যতম সেরা মুহূর্ত।

৮. দেজিরে দুয়ে (প্যারিস সেন্ট-জার্মেইন)

২০২৪-২৫ মৌসুম: ১৬ গোল, ১৬ অ্যাসিস্ট। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ১, কুপ দে ফ্রান্স ও ট্রফি দে চ্যাম্পিয়ন্স।
টিনএজার হলেও বড় মঞ্চে দারুণ খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অসাধারণ পারফরম্যান্স, আর কুপ দে ফ্রান্স ফাইনালে দুটি অ্যাসিস্ট দিয়ে প্রমাণ করেছেন বড় ম্যাচে তিনি নির্ভরযোগ্য।

৭. আশরাফ হাকিমি (প্যারিস সেন্ট-জার্মেইন)

২০২৪-২৫ মৌসুম: ১৩ গোল, ১৭ অ্যাসিস্ট, ২৬ ক্লিন শিট। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ১, কুপ দে ফ্রান্স ও ট্রফি দে চ্যাম্পিয়ন্স।
বিশ্বের সেরা রাইট-ব্যাকদের আলোচনায় শীর্ষে আছেন। কোয়ার্টার, সেমি ও ফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।

৬. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)

২০২৪-২৫: ৪৬ গোল, ৭ অ্যাসিস্ট। জিতেছেন উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।
মৌসুমের শুরুটা আশানুরূপ না হলেও ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের আগমনী বার্তা দেন। তবে মৌসুমের শেষ দিকে চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে ও লা লিগা হারিয়ে হতাশায় মৌসুম শেষ হয়েছে তার।

৫. মোহাম্মদ সালাহ (লিভারপুল)

২০২৪-২৫ মৌসুম: ৩৬ গোল, ২৪ অ্যাসিস্ট। জিতেছেন প্রিমিয়ার লিগ।
নতুন দুই বছরের চুক্তি সই করে দুর্দান্ত ফর্মে ফিরে আসেন ‘ইজিপশিয়ান কিং’। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ-১৬ থেকে বিদায় আর কারাবাও কাপ ফাইনালে ব্যর্থতা তার সম্ভাবনাকে কমিয়ে দিয়েছে।

৪. রাফিনিয়া (বার্সেলোনা)

২০২৪-২৫ মৌসুম: ৩৯ গোল, ২৫ অ্যাসিস্ট। জিতেছেন লা লিগা, কোপা দেল রে ও সুপারকোপা দে এস্পানিয়া।
দলবদলের গুঞ্জন উড়িয়ে দিয়ে মৌসুমজুড়ে দুর্দান্ত খেলেছেন। বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান তার।

৩. ভিটিনিয়া (প্যারিস সেন্ট জার্মেইন)

২০২৪-২৫ মৌসুম: ৮ গোল, ৮ অ্যাসিস্ট। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লিগ ১, কুপ দে ফ্রঁস, ত্রফি দে চ্যাম্পিয়ন্স ও উয়েফা নেশন্স লিগ।
মিডফিল্ডে অসাধারণ নিয়ন্ত্রণ দেখিয়ে পিএসজির ট্রেবল জয়ে নেতৃত্ব দিয়েছেন।

২. লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

২০২৪-২৫ মৌসুম: ২১ গোল, ২৬ অ্যাসিস্ট। জিতেছেন লা লিগা, কোপা দেল রে ও সুপারকোপা দে এস্পানিয়া।
মাত্র ১৮ বছর বয়সেই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য পারফরম্যান্স। ইতিহাসে ২১-এর আগে ব্যালন ডি’অর জেতা কেউ না থাকলেও, তিনিই হতে পারেন প্রথম।

১. উসমান দেম্বেলে (প্যারিস সেন্ট জার্মেইন)

২০২৪-২৫ মৌসুম: ৩৭ গোল, ১৬ অ্যাসিস্ট। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লিগ ১, কুপ দে ফ্রঁস ও ত্রফি দে চ্যাম্পিয়ন্স।
বহুদিনের প্রত্যাশার পর অবশেষে নিজেকে প্রমাণ করেছেন। চ্যাম্পিয়নস লিগ জয়ে নকআউট পর্বে গুরুত্বপূর্ণ গোল ও অ্যাসিস্ট তার ব্যালন ডি’অর দাবিকে শক্তিশালী করেছে। বর্তমানে তিনি গোল্ডেন বলের সবচেয়ে বড় ফেভারিট।

তথ্যসূত্র: গোল ডট কম