শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৪ অক্টোবর ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
শেয়ার

মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি


Azad-khan

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই অধ্যাপক আজাদ খানকে সরিয়ে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। এ অবস্থায় তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন। গত ৭ অক্টোবর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এ আবেদন জমা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সারাদেশে সরকারি কলেজের শিক্ষকদের চলমান কর্মবিরতি মন্ত্রণালয় ইতিবাচকভাবে নেয়নি। মাউশির মহাপরিচালকের পদ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ প্রশাসনিক পদ হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।

এর আগে গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালককে সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়। ওই দিনই শিক্ষা মন্ত্রণালয় পদটি পূরণের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। মন্ত্রণালয়ের ইতিহাসে এভাবে উন্মুক্ত আবেদন আহ্বান করে মহাপরিচালক নিয়োগের পদক্ষেপকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মাউশির মহাপরিচালক পদে নিয়োগের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ও তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের মধ্যে থেকে আগ্রহীদের আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হওয়ার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর থাকতে হবে। সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ সশরীরে আবেদন জমা দেওয়ার নির্দেশনাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।