
ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার সকাল ১০টায়। ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে।
প্রতিষ্ঠানগুলো তাদের বোর্ডের ওয়েবসাইটে ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করে ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। একইভাবে শিক্ষার্থীরাও ওয়েবসাইট থেকে বা নির্ধারিত শর্ট কোড ১৬২২২-এ এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবে।
এ ছাড়া ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৭ অক্টোবর এবং চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল কয়েক লাখ পরীক্ষার্থী। ফল প্রকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।



























