
ভোট দেওয়ার জন্য অপেক্ষমাণ ভোটাররা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
নির্বাচনে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা নিজ নিজ হলে নির্ধারিত ভোটকেন্দ্রে ভোর থেকেই ভিড় জমাচ্ছেন। ভোট শুরুর আগেই অনেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা।
এবারের রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়ছেন। ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।
রাকসুর মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসু ও সিনেট নির্বাচনে মোট ৩০৬ জন প্রার্থী এবং হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আরও ৬০০ জন।
ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব।
ভোট দিতে এসে শিক্ষার্থীরা জানিয়েছেন, “জীবনে প্রথমবার ভোট দিচ্ছি, এটা আমাদের জন্য আনন্দের দিন। আশা করি, এরপর থেকে নিয়মিতভাবে রাকসু নির্বাচন হবে এবং বিজয়ীরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন।”



























