শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৭ অক্টোবর ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
শেয়ার

রাকসুতে ছাত্রদল প্যানেলের একমাত্র বিজয়ী নার্গিসের পরিচয়


Nargis

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২২টিতে পরাজিত হয়েছে ছাত্রদল। একমাত্র ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে জয় পেয়েছেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭ হাজার ৭৮৫ ভোটে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত হামিদুল্লাহ নাঈম পান ৫ হাজার ২৩৮ ভোট।

জয়ের পর নার্গিস বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। শিক্ষার্থীরা যোগ্যতার ভিত্তিতে ভোট দিয়েছেন। এই বিজয় তাদের।” তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া খাত এগিয়ে নিতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এদিকে কেন্দ্রীয় সংসদের বাকি ২০টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। জিএস পদে জয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

নার্গিসের পরিচয়

রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল খর্দ্দকৌড় গ্রামের কৃষক আকবর আলীর কন্যা তিনি। তিন বোনের মধ্যে সবার ছোট নার্গিস। বড় দুই বোন বিবাহিত। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়র ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

নার্গিস বলেন, “২০১১ সালে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলা শুরু করি। ২০১৪ সালে বয়সভিত্তিক অনূর্ধ্ব–১৪ দলে খেলার সুযোগ পাই। এরপর জাতীয় দলের হয়ে ২০টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছি। দেশের বাইরে জাপান, কোরিয়া, চীনসহ ১০টি দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি।”

কৃষক পরিবারের সন্তান হয়েও দৃঢ় মনোবল আর পরিশ্রমে ফুটবলে নিজের জায়গা করে নিয়েছেন নার্গিস। এখন ক্রীড়া সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা এগিয়ে নেওয়ার লক্ষ্য তাঁর।