শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৩ অক্টোবর ২০২৫, ৭:২৩ অপরাহ্ন
শেয়ার

শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী


high-school

সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের কারণে বন্ধ ছিল পাঠদান কার্যক্রম। আন্দোলন স্থগিত করার পর শিক্ষক নেতারা ঘোষণা দিয়েছেন তারা ক্ষতিপূরণ হিসেবে শনিবারও ক্লাস নেবেন- তবে ঘোষণার পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে বিভ্রান্তি দেখা দেয়। এ নিয়ে বৃহস্পতিবার ফেসবুক লাইভে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, আগামী ২০ নভেম্বর থেকে স্কুল-মাদরাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। তিনি জানিয়েছে, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের ক্ষতি পূরণ করতে তারা মোট চারটি শনিবার ক্লাস নেবেন।

আজিজী আরও বলেন, “এর আগে আমরা মাত্র চারটি শনিবার পাব। তাই সবাইকে চার শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানাচ্ছি।” তিনি জোর দিয়ে বলেন, শনিবার ক্লাস খোলা রাখার সিদ্ধান্ত সরকারিভাবে চাপানো হয়নি- এটি তাদের নিজের বিবেকের তাড়নাতেই নেওয়া সিদ্ধান্ত।

ফেসবুক লাইভে আজিজী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবার ক্লাস না হলে তা খোঁজ-খবর নিয়ে তদারকি করার কথাও জানান। তিনি বলেন, যারা শনিবার ক্লাস খুলবেন না, তাদের বিরুদ্ধে জোটের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। “স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান আগামী ২০ নভেম্বর পর্যন্ত কোনো শনিববার বন্ধ থাকবে না- এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত,” বলেন আজিজী।

শিক্ষকরা বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ মোট তিনটি দাবিতে আন্দোলন করেছেন। সূত্র অনুযায়ী, সরকারের পক্ষ থেকে দুই দফায় বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার প্রস্তাব এসেছে- এর মধ্যে ৭.৫ শতাংশ আগামী নভেম্বর থেকে কার্যকর হবে এবং বাকি ৭.৫ শতাংশ আগামী জুলাই থেকে। তবে এ নিয়ে অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করেনি।

এ বিষয়ে সতর্ক করে আজিজী বলেন, “আমাদের সিদ্ধান্তের পর সরকার যদি আমাদের আশ্বাস না দিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেয়, আমরা ছয় লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করব। আমাদের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে, সরকার আমাদের পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।”