শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৪ অক্টোবর ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, আটক ৪


Geneva-Camp-Arrest

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন—আবদুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. সোহেল (২৮) ও মো. আকাশ (২৫)। তাদের মধ্যে সোহেল ‘বুনিয়া সোহেল’ নামে এলাকায় পরিচিত।

মোহাম্মদপুর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সম্প্রতি জেনেভা ক্যাম্পে তিনটি কুখ্যাত গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষ ঘটে। এসব গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল। এর আগে ২১ অক্টোবর পিচ্চি রাজা গ্রুপের আস্তানা থেকে ৩২টি তাজা ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এরপর ২৩ অক্টোবর বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে নিহত হন।

এই ঘটনাগুলোর ধারাবাহিকতায় সেনাবাহিনী ও র‍্যাব-২ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অভিযান শুরু করে, যা চলে শুক্রবার ভোর পর্যন্ত। অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক চারজনকে পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযান অব্যাহত থাকবে।’