শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

গোয়াঞ্জু আন্তর্জাতিক আর্ট ফেয়ারে চারকোল গ্যালারি


Charkole

দক্ষিণ কোরিয়ার গোয়াঞ্জু শহরে শুরু হয়েছে ‘গোয়াঞ্জু ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার ২০২৫’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কেডিজে কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয় এই আন্তর্জাতিক শিল্প উৎসবের।

এ বছর বিশ্বের ১১টি দেশের গ্যালারি, ৮৫টি কোরিয়ান গ্যালারি এবং ৯টি বিশেষ প্রদর্শনী বুথসহ অনুষ্ঠিত হচ্ছে এই শিল্পমেলা।

টানা চতুর্থবারের মতো এই মর্যাদাপূর্ণ আর্ট ফেয়ারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘চারকোল গ্যালারি বিডি’। গ্যালারির পক্ষ থেকে অংশ নিয়েছেন শিল্পী ও কর্ণধার শারমিন রহমান খান, ড. রিফাত জামান, ভারতের শিল্পী অর্ণব কুমার মণ্ডল এবং দক্ষিণ কোরিয়ার শিল্পী হোয়াং ইন রেন।

গোয়াঞ্জু মেট্রোপলিটন সিটি ও গোয়াঞ্জু কালচারাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফেয়ারটি চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

চারকোল গ্যালারি বিডি’র কর্ণধার শারমিন রহমান খান বলেন, ‌‘আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের গ্যালারি চতুর্থবারের মতো গোয়াঞ্জু আর্ট ফেয়ারে অংশ নিচ্ছে। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ কোরিয়ার শিল্পীদের একত্রে উপস্থাপন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।’

দক্ষিণ কোরিয়ার শিল্পী হোয়াং ইন রেন বলেন, ‘চারকোল গ্যালারির মাধ্যমে আমার কাজ প্রদর্শনের সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।’

গোয়াঞ্জু আন্তর্জাতিক আর্ট ফেয়ার বিশ্বব্যাপী শিল্পীদের সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে চারকোল গ্যালারি বিডি বাংলাদেশের সমসাময়িক শিল্পচর্চাকে তুলে ধরছে আন্তর্জাতিক মঞ্চে।