শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৭ অক্টোবর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
শেয়ার

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন কুদরত উল্লাহ


Kudrat

কুদরত উল্লাহ

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে “ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”, যা বাংলাদেশের অনুপ্রেরণাদায়ক সাংবাদিক, মিডিয়াকর্মী ও উদ্ভাবকদের স্বীকৃতি জানাতে একটি বড় আয়োজন।
এই মর্যাদাপূর্ণ আয়োজনে সাংবাদিকতা, উদ্ভাবন ও মিডিয়ার সৃজনশীলতায় অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানানো হয়, যাদের কাজ সমাজে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলেছে।

বিনোদন ক্যাটাগরিতে এবার পুরস্কার পেয়েছেন কুদরত উল্লাহ। বর্তমানে তিনি কাজ করছেন দৈনিক আমাদের সময়ের অনলাইন বিভাগে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”-এর জুরি বোর্ডের সদস্যরা, যারা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের ডিজিটাল বিভাগের নেতৃত্বে আছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।

পুরস্কার পাওয়ার অনুভূতিতে কুদরত উল্লাহ বলেন, ‘যে কোনো পুরস্কারই পাওয়াই আনন্দের। এ পুরস্কারের মাধ্যমে আগামীতে আরও ভালো কাজ করার প্রেরণা পাবো।