শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৭ অক্টোবর ২০২৫, ৭:১৮ অপরাহ্ন
শেয়ার

সালমান শাহ হত্যাকাণ্ড: সামীরা-ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


Salman Don Samira

সালমান শাহ, ডন ও সামীরা

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় তার স্ত্রী সামীরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (২৭ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

এর আগে গত ২২ অক্টোবর আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, সামীরা হক ও খলনায়ক আশরাফুল হক ডন মামলার এজাহার নামীয় পলাতক আসামি। তার যেকোনো সময় বিদেশ চলে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশ পাড়ি দিলে বাদী মামলার সুবিচার থেকে বঞ্চিত হবেন এবং তদন্তে ব্যঘাত ঘটবে। এমতাবস্থায় মামলা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকা প্রয়োজন, তাদের ‘স্টপ লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার দাবি করছি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

তবে, গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, খলনায়ক ডন, আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে আসামি করা হয়।