
বলিউড তারকা মানিষা কৈরালা আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা বা রেড কার্পেট নয়, বরং নিজের স্বাভাবিক রূপের কারণেই। ৫৫ বছর বয়সী এই অভিনেত্রী সাম্প্রতিক এক জনসমাগমে হাজির হন একদম সাধারণ কালো হুডি, প্যান্ট ও সানগ্লাস পরে। মাথায় খোলা সাদা চুল, মুখে কোনো মেকআপ নেই- তবু আত্মবিশ্বাসী, স্বচ্ছন্দ এবং উজ্জ্বল।
ক্যামেরার সামনে তারকাদের প্রায়ই নিখুঁত রূপে দেখা যায়। সেই প্রচলন ভেঙে মানিষার সাদা চুল আর সাধাসিধে উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার এই লুককে “রিয়েল বিউটি” ও “গ্রেসফুল” বলে অভিহিত করেছেন। নেটিজেনদের মতে, বয়স বা মেকআপ ছাড়াই সৌন্দর্য প্রকাশ করা যায়- আর সেটিই মানিষা দেখিয়ে দিয়েছেন দৃঢ়ভাবে।
গ্ল্যামার দুনিয়ায় সৌন্দর্যকে প্রায়ই তরুণ বয়সের সঙ্গে যুক্ত করা হয়। মানিষা কৈরালার সিদ্ধান্ত সেই ধারণায় বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ধূসর চুল ও সাধারণ পোশাকে নিজেকে উপস্থাপন করে তিনি জানিয়ে দিয়েছেন- সৌন্দর্যের আসল শক্তি আসে আত্মবিশ্বাস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসা থেকে।
ফ্যাশন ও চলচ্চিত্র জগতে বয়সভিত্তিক বৈষম্য (এজিজম) নিয়ে মানিষা আগেও কথা বলেছেন। তার মতে, পঞ্চাশোর্ধ্ব নারীদের প্রায়ই অবমূল্যায়নের শিকার হতে হয়। তিনি চান মানুষ বয়সকে স্বাভাবিকভাবে গ্রহণ করুক, স্বাস্থ্যকে প্রাধান্য দিক এবং নিজেদের ওপর আস্থা রাখুক।
মানিষার অভিজ্ঞতা দেখায়, প্রকৃত সৌন্দর্য আসে অন্তরের দৃঢ়তা, আত্মবিশ্বাস ও স্বকীয়তা থেকে। সাদা চুলকে গর্বের সঙ্গে ধারণ করা কিংবা মেকআপ ছাড়া ক্যামেরায় হাজির হওয়া- এসবের মাধ্যমে তিনি সমাজকে জানান দিচ্ছেন, নিজের স্বাভাবিক রূপই সবচেয়ে বড় শক্তি।
মানুষকে নিজের মতো করে বাঁচতে, বয়সকে সম্মানের সঙ্গে গ্রহণ করতে এবং ভেতরের সৌন্দর্যকে গুরুত্ব দিতে তিনি অনুপ্রাণিত করছেন।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া



























