শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৯ অক্টোবর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশে ৩৭২ টন কোরবানির মাংস পাঠিয়েছে সৌদি আরব


Soudi meat

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ বুধবার (২৯ অক্টোবর) ঢাকাস্থ সৌদি দূতাবাসে দরিদ্র বাংলাদেশিদের জন্য কোরবানির পশুর মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। “উদহিয়াহ” নামে পরিচিত এই প্রকল্পটি মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়েল কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রকল্পটি সৌদি আরব সরকারের দীর্ঘদিনের মানবিক উদ্যোগের অংশ, যা বিশ্বের ২৫টিরও বেশি দেশে দরিদ্র ও অভাবী মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রশিদ (প্রশাসন), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব মো. জাহাঙ্গীর আলী খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের পরিচালক মো. মোস্তফা জামিল খান, “উদহিয়াহ” প্রকল্পের প্রতিনিধি আহমেদ আল-জাহরানি, সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আল-আহমারি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফের বলেন, ‌‘সৌদি আরব সরকার মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের দরিদ্র মাসুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পের মাধ্যমে আমরা ভ্রাতৃত্ব, সহানুভূতি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে চাই।’

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় বাংলাদেশে ৪০,০০০ কোরবানির পশুর মাংস বিতরণ করা হবে, যার পরিমাণ প্রায় ৩৭২ টন। এগুলো দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে।

এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক ও লজিস্টিক কার্যক্রম, যা গত চার দশকেরও বেশি সময় ধরে সৌদি সরকারের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।
চট্টগ্রাম অঞ্চলে ইতোমধ্যেই কোরবানির পশুর একটি অংশ বিতরণ শুরু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন হাদি ও কুরবানির পশুর মাংস বিতরণ প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা আহমেদ আল-জাহরানি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব মো. জাহাঙ্গীর আলী খান এবং সৌদি দূতাবাসের প্রতিনিধি ইয়াসের শেশা।