
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিললো ৬৩৭৮ পিস ইয়াবা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১ নভেম্বর) রাতে অভিযানে মো. পান্নু হাওলাদার (৩০) নামে ওই যাত্রীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকায় আসা এক ফ্লাইটের যাত্রী পান্নুকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা বহন করছেন।
পরে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির বস্তু দেখা যায়। কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের তত্ত্বাবধানে তার শরীর থেকে ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়, যাতে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা পাওয়া যায়।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক বহন করা সত্যিই বিস্ময়কর। আমরা বিমানবন্দরে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক আছি।”




























